মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়ার, ঐকান্তিক প্রচেষ্টায় পশ্চিমবঙ্গ সরকার 'লক্ষ্মীর ভান্ডার' (Laxmir Bhandar) নামে একটি প্রকল্প
শুরু করেছে, যার মাধ্যমে রাজ্য
সরকার সেই সব মহিলা প্রধান পরিবারগুলিকে
আয় সহায়তা প্রদান করছে, যাদের আর্থিক অবস্থা সাধারন বা নিম্ন মানের।
লক্ষ্মী
ভান্ডারের আবেদনপত্র অফলাইনে পূরণ করতে হবে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদনপত্র বিনামূল্যে যে কোন পঞ্চায়েত, পৌরসভা,
BDO Office বা দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে। লক্ষ্মী ভান্ডার মূল অর্থ প্রদান করে, পরিবারের মহিলাদের আর্থিকভাবে সহায়তা প্রদান করে। এই নিবন্ধে, আপনি
লক্ষ্মী ভান্ডারের পেমেন্ট স্ট্যাটাস সম্পর্কে তথ্য জানতে পারবেন।
আবেদনের জন্য কি কি নথী প্রয়োজন ?
1. Bank Account Number (নিজস্ব নামে ব্যাঙ্ক এ্যাকাউন্ট থাকতে হবে)
2. Age : 25 to 60 (বয়স ২৫ থেকে ৬০ এর মধ্যে হতে হবে)
3. AADHAAR Numer (আধার কার্ড অবশ্যই থাকতে হবে)
4. SC / ST Copy (তপশিলী জাতি / তপশিলী উপ-জাতি সংশাপত্র)
5. Age Proof (বয়সের প্রমান পত্র)
6. Swastha Sathi Card (Optional)
7. 1 copy of Passport Size photograph (পাসপোর্ট ছবি ১ টি)
8. Resident of West Bengal. (অবশ্যই পশ্চিমবঙ্গের নাগরিক হওয়া
বাধ্যতামুলক)
ফর্ম যথাযথ
পূরণ করার পর নিকটবর্ত্তী দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করবেন ও জমা করবেন।
ফর্ম জমা
হওয়ার পর সরকারী আধিকারিকদের মাধ্যমে যথাযথ ভাবে যথাযথ ওয়েবসাইটে এ Upload ও
Verify করা হবে। পরবর্ত্তীতে মাসিক অর্থ হিসাবে SC / ST দের 1000 টাকা এবং অনান্যদের
ক্ষেত্রে 500 টাকা প্রদত্ত হবে।
'লক্ষ্মী
ভান্ডার' এর ফর্ম এখান থেকেও Download করতে পারেন।
ফর্ম Download করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন।
For download the form of Laxmir Bhandar Click Here.
লক্ষীর ভান্ডারের Status জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন To know the status of your Application Click Here.


No comments:
Post a Comment